গাংনীতে নারীর মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে এলাকাবাসী
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ২২:২৬
মেহেরপুরের গাংনীতে পারভিনা খাতুন (৪৩) নামের নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পারভিনা কাজিপুর গ্রামের আতর আলীর মেয়ে।
কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নাতেক জানান, গলায় ওড়না বাঁধা এক নারীর মরদেহ বাজারের একটি দোকানের সামনে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে জানায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারভিনার চাচাতো ভাই নবী উদ্দীন জানান, পারভিনার বিয়ে হয়েছিলো পার্শ্ববর্তী বালিয়াঘাট গ্রামের জুলহাসের সঙ্গে। পরে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা সুরতহাল প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।
- বিষয় :
- মেহেরপুর
- মরদেহ উদ্ধার