ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাবার সহকর্মীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

বাবার সহকর্মীর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নারাযণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৩৩

নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছে তারই বাবার সহকর্মী। এ অভিযোগে কিশোরীর বাবার সহকর্মী শিবু চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার শিবু চন্দ্র দাস বন্দর থানার কেওডালা এলাকার মৃত জতিন্দ্র চন্দ্র দাসের ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে তাকে দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ধর্ষণের শিকার কিশোরীর মা শিবু চন্দ্র দাসকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। 

মামলায় উল্লেখ করা হয়, শিবু চন্দ্র দাস প্রায়ই তাদের বাসায় আসতেন। বৃহস্পতিবার বাসায় কেউ না থাকায় কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা এসে কিশোরীকে উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে শিবু পালিয়ে যায়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই রউফ জানান, কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিবু চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

×