রাজশাহীতে চলন্ত ট্রেনে শিশুর জন্ম

চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মা। ছবি: সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৩৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৩৬
কুষ্টিয়া থেকে রাজশাহীতে আসার সময় চলন্ত ট্রেনে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক মা। সাবিনা ইয়াসমিন নামের ওই প্রসূতি সিজারের মাধ্যমে সন্তান জন্মের জন্য ট্রেনে করে রাজশাহীর একটি ক্লিনিকে যাচ্ছিলেন। কিন্তু সেখানে পৌঁছার আগেই প্রসব বেদনা ওঠে তার। বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এপপ্রেস ট্রেনে সন্তান জন্ম দেন তিনি।
রেলস্টেশন ব্যবস্থাপক আব্দুল করিম আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে ওই নারী ট্রেনের মধ্যেই সন্তান জন্ম দেন। রাত ১১টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছায়। খবর পেয়ে আগেই রেলওয়ে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঠিক করে রাখা হয়। পরে ওই অ্যাম্বুলেন্সে করে নবজাতক ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি আরও জানান, এটি ওই নারীর দ্বিতীয় কন্যাসন্তান। তার প্রথম কন্যা জন্ম নেয় সিজারের মাধ্যমে।
- বিষয় :
- চলন্ত ট্রেন
- শিশু
- জন্ম
- রাজশাহী