মায়ের লাশের পাশে কাঁদছিল শিশুটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৪ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ১১:২৪
সড়কের পাশে নির্জন স্থানে পড়ে থাকা মায়ের ক্ষত বিক্ষত লাশের পাশে বসে কাঁদছিল ছোট্ট শিশু ফাতেমা (৩)। সেই কান্নার আওয়াজ শুনে ঘটনাস্থালে ছুটে যান লোকজন। দেখতে পান এক নারীর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে সেখানে। ঘটনাটি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নান্দাইল মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করে। এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে সাতটার দিকে নান্দাইল উপজেলার শ্রীরামপুর গ্রামে। পড়ে থাকা লাশটি ওই গ্রামের সাদ্দাম হোসেনে স্ত্রী ইয়াসমিনের। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
ওই নারীর স্বামীর বাড়ি আধা কিঃমিঃ দূরে অবস্থিত। সেখানে খোঁজ নিয়ে নিহত নারীর স্বামী বা পরিবারের কাউকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থলেই আছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।