গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

প্রতীকী ছবি
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ২৩:৩৩ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ | ২৩:৩৬
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আসাদুর রহমান (২১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই পুলিশ সদস্য নিহত হন।
নিহত আসাদুর রহমান গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ী জেলার আলাদীপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া পুলিশ সদষ্যে মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।