ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি ছড়ায় মিলল আরও এক হাতির মরদেহ

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি ছড়ায় মিলল আরও এক হাতির মরদেহ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০২:০২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ০২:০২

কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে আরও এক বন্য হাতির বাচ্চার মৃতদেহ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৬ নম্বর শালবাগান রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ি ছড়া থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এক সপ্তাহে আগেও একই স্থান থেকে একটি বন্য হাতির বাচ্চার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-১৬ অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম জানান, সকালে শালবাগান রোহিঙ্গা শিবিরের তারকাঁটার বেষ্টনীর বাইরে পশ্চিমে পাহাড়ের পাদদেশে পানির ছড়ার মধ্যে একটি বুনো হাতি মৃত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, অন্তত তিন-চার দিন আগে হাতির বাচ্চাটি পাহাড়চূড়া থেকে ছড়ায় পড়ে গেছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে বন বিভাগকে মৃত হাতি উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে।


আরও পড়ুন

×