তাবলিগ সদস্যদের চেতনানাশক খাইয়ে লুট

তাবলিগ জামাতের ১৩ সদস্যকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়- সমকাল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১০ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:১০
পটুয়াখালীতে একটি মসজিদে তাবলিগ জামাতে আগত ১৩ সদস্যকে চেতনানাশক খাইয়ে অচেতন করে সর্বস্ব লুট করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাতের কোনো এক সময় শহরের কলাতলা এলাকায় বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা শনিবার সকালে তাবলিগ সদস্যদের অচেতন অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
অচেতন সদস্যরা হলেন- জহির সরদার, আনোয়ার হোসেন, মফিজ উদ্দিন, আব্দুল করিম, রফিকুল ইসলাম, সুরুজ্জামান, মুক্তাবিন, মিজানুর রহমান, নুরুজ্জামান মিয়া, শফিকুল ইসলাম সফিক, আব্দুল হামিদ, আলস্তি মিয়া ও মহিউদ্দিন।
স্থানীয় মুসল্লিরা জানান, মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার ভোরে ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকা থেকে ১৫ সদস্য তিন চিল্লার জন্য শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে ওঠেন। ধর্মীয় বিষয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সকাল থেকে স্থানীয় মুসল্লিদের দাওয়াত দেন। এরপর তারা তাদের রীতি অনুযায়ী কাজ করেন। রাতের খাবারের সময় তাবলিগ সদস্যদের সঙ্গে অন্য আরও দুই ব্যক্তি ছিলেন। পরে খাবার শেষ করে ওই দুই ব্যক্তি চলে যান এবং তারা ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ পড়তে তাবলিগের দুই সদস্য ঘুম থেকে উঠলেও ১৩ সদস্য ঘুমিয়ে ছিলেন। মসজিদের ইমাম বিষয়টি স্থানীয় মুসল্লিদের জানালে তারা এসে অচেতন অবস্থায় ১৩ সদস্যকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অসুস্থ তাবলিগ সদস্যরা এখন সুস্থ আছেন। ঘটনাটির তদন্ত চলছে।