স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ভারতে পালানোর সময় গ্রেপ্তার প্রেমিক

গ্রেপ্তার পার্থ- সমকাল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ০৪:১২ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ | ০৪:১২
সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের দশম শ্রেণির স্কুলছাত্রী পূর্ণিমা দাসকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পার্থ দাস (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে ভারতে পালানর সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পার্থ দাস দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শিবু মন্ডলের ছেলে।
পার্থ দাসকে গ্রেপ্তারের পর রোববার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, পার্থ দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশকে পার্থ জানিয়েছে, তিন বছর আগে মেয়েটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে থেকে মেয়েটি পার্থকে এড়িয়ে চলতে থাকে। এতে পার্থ ক্ষিপ্ত হয়ে সুযোগ বুঝে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ণিমার সঙ্গে দেখা করে স্থানীয় একটি পরিত্যাক্ত ভবনে। সুযোগ বুঝে পরে বিদ্যিুতের তার মেয়েটির গলায় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে হত্যার করে এবং তার গায়ে কামড় দেয়। পরে এলাকা ছেড়ে পালিয়ে আসে। ওই দিন রাতে সাতক্ষীরা শহরে এসে তার মোবাইল ফোনটি সিমসহ প্রাণ সায়ের খালে ফেলে দেয়। ওইদন রাতে পুরাতন সাতক্ষীরাস্থ বসুন্ধরা ম্যাচে রাত্রি যাপন করে। পরের দিন সে ভারতে পালানোর জন্য বৈকারী সীমান্তে অবস্থান নেয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পালানোর আগমুহূর্তে পার্থকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, পার্থকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের শান্তিরঞ্জন দাসের মেয়ে গাভা এ কে এম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাসের সঙ্গে একই গ্রামের পার্থ মন্ডলের প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে পূর্ণিমাকে বিয়ের জন্য পার্থ মন্ডল প্রস্তাব দেয়। মেয়ের বাবা শান্তিরঞ্জন দাস সেই প্রস্তাবে রাজি ছিল না। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়তে বেরিয়ে রাতে বাড়ি ফেরেনি পূর্ণিমা দাস। শুক্রবার সকালে একই গ্রামের তারক মন্ডলের বাড়ির সবজি বাগান থেকে পূর্ণিমার হাত বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে কামড় ও নখের দাগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়- পূর্ণিমাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা শান্তিরঞ্জন দাস বাদী হয়ে একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে পার্থ মন্ডলের নাম উল্লেখ করে শুক্রবার রাতেই মামলা করেন।