ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুশিয়ারায় ফের ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

কুশিয়ারায় ফের ধরা পড়ল ১০০ কেজির বাঘাইড়

কুশিয়ারা নদীতে ধরা পড়া বাঘাইড় মাছটি নগরীর লালখান বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হয়। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ০৭:২০ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৪৯

সিলেট কুশিয়ারা নদীতে জেলের জালে ফের ধরা পড়ল ১০০ কেজি ওজনের বাঘাইড় মাছ। সোমবার বেলা ১১টার দিকে নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় মাছটি ধরা পড়ে। বিক্রির জন্য ব্যবসায়ী আলাউদ্দিন নগরীর লালবাজারে নিয়ে আসেন মাছটি। এর দাম চান এক লাখ টাকা।

ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘ফেঞ্চুগঞ্জ এলাকা থেকে মাছটি কিনে আনা হয়েছে। মাছটি ১ লাখ টাকা দাম চাইলেও ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হবে। একজন ক্রেতা কিনতে না পেলে মাছটি কেটে কেজি দরে বিক্রি হবে।'

মঙ্গলবার সকাল ১০টার দিকে মাছটি কেটে বিক্রি করা হবে জানান তিনি। এক্ষেত্রে প্রতি কেজি মাছের দাম দেড় থেকে দুই হাজার টাকা নির্ধারণ করা হবে।

সোমবার বিকেলে নগরীর লালবাজারে গিয়ে দেখা যায়, বিশাল আকারের বাঘাইড় মাছের খবর শুনে অনেকে মাছটি দেখতে ভিড় করেছেন। এদের মধ্যে কেউ মাছটি ছুঁয়ে দেখছেন আবার কেউ মাছের সঙ্গে সেলফিও তুলেছেন।

এর আগে এপ্রিল মাসে কুশিয়ারা নদীতে জেলের জালে দেড় মণ ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। 

আরও পড়ুন

×