ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ছুরিকাহত ২ ছাত্রলীগকর্মী

প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ছুরিকাহত ২ ছাত্রলীগকর্মী

প্রতীকী ছবি

যশোর অফিস

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০৯:২৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ০৯:২৬

যশোরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ছাত্রলীগের দুই কর্মী ছুরিকাহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর আওয়ামী লীগ অফিসের সামনের রাস্তায় আক্রমণের শিকার হন তারা। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন এবং পুলেরহাটের জাহাঙ্গীর হোসেনের ছেলে ইমন।

ছাত্রলীগকর্মী ইমন বলেন, তারা প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই সময় আওয়ামী লীগ অফিসের সামনে মারামারি হচ্ছিল। লোকজন ছোটাছুটি করছিল। নিজেকে রক্ষা করতে রাস্তার বিপরীত পাশে যান তিনি। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে ও মামুনকে ছুরি মারে। পরে সেখানে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আহম্মেদ তারেক শামস বলেন, আহত দু'জনই শঙ্কামুক্ত।

কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।

আরও পড়ুন

×