রাতে নিখোঁজ দুপুরে ডোবায় মিলল মৃতদেহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৬
কুমিল্লার তিতাসে কামরুল ইসলাম (২৪) নামের এক যুবক সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন দুপুরেই একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
উপজেলার দক্ষিণ বলরামপুর এলাকায় উদ্ধার হওয়া কামরুল উত্তর বলরামপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৮টার দিকে কামরুল স্থানীয় একটি দোকানে চা খেতে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরদিন দক্ষিণ বলরামপুর এলাকার একটি ডোবায় তার মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ওই ব্যক্তির শরীরে কোনো আঘাতের
চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ
জানা যাবে।
- বিষয় :
- কুমিল্লা
- মৃতদেহ উদ্ধার
- ডোবায় মিলল মৃতদেহ