টিকা পেলেন সিলেটের চা শ্রমিকরা

সিলেটে চা-শ্রমিকদের টিকা দেওয়া হচ্ছে- ইউসুফ আলী
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৫১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ১১:০৪
সিলেটে চা-শ্রমিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো টিকা পেয়েছেন সিলেট ভ্যালির অধীন ২২ বাগানের চা-শ্রমিকরা। এদিন সকাল থেকে নির্ধারিত বুথে চা-শ্রমিক নারী-পুরুষ লাইন ধরে টিকা গ্রহণ করেন।
নগরীর উপকণ্ঠের দলদলি চা-বাগানে টিকা গ্রহণে আসা প্রণতি বাউরি বলেন, 'প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের এবারে টিকা দেওয়া হচ্ছে। টিকা পেয়ে ভালো লাগছে।' শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় চা-শ্রমিক জনগোষ্ঠীর পক্ষে অনলাইনে নিবন্ধন করে টিকা গ্রহণ সম্ভব ছিল না। প্রথম দফায় গণটিকাদানের সময়ও কেন্দ্রগুলো বাগানের বাইরে থাকায় টিকা পাননি চা-শ্রমিকরা।
দলদলি চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস বলেন, সিলেট ভ্যালিতে ২২টি চা-বাগান রয়েছে। শ্রমিকরা প্রথমবারের মতো করোনার টিকা পেলেন। এই চা-বাগানের যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস বলেন, উৎসবমুখর পরিবেশে টিকা দেওয়া হয়।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত সমকালকে জানান, যেসব এলাকায় তুলনামূলকভাবে টিকাদান কম হয়েছে, এবার সেসব এলাকাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চা-বাগান ও হাওরাঞ্চলসহ অবহেলিত অথবা নানা কারণে পিছিয়ে পড়া এলাকায় গুরুত্ব দিয়ে গণটিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। এতে চা-শ্রমিকসহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ সহজে করোনার টিকা পেয়েছেন।
- বিষয় :
- সিলেট
- করোনাভাইরাস
- করোনাভাইরাসের টিকা
- চা-শ্রমিক