অবহেলায় হাসপাতাল ছাড়ার পর রাস্তায় সন্তান প্রসব

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৪৪ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৪৪
প্রসূতি রোগীকে নিয়ে হাসপাতালে গিয়ে অভিভাবকরা অবহেলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসাকর্মীদের চাপের মুখে হাসপাতাল ছেড়ে অন্যত্র যাওয়ার পথে অটোরিকশাতেই সন্তান প্রসব করেন ওই প্রসূতি। বৃহস্পতিবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে এ ঘটনা ঘটে।
রোগীর স্বজনরা জানান, কুলিয়ারচর উপজেলার কাপাশাটিয়া গ্রামের দিনমজুর রিপন মিয়ার স্ত্রী বীথি আক্তারের প্রসব ব্যথা উঠলে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে নেওয়া হয়। তাদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর সেবাদানকারী কারও কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। প্রসূতি ওই রোগীর কাছে চিকিৎসক ও নার্সরা আসেননি। এমনকি রোগীকে অন্যত্র নেওয়ার জন্যও তাদের চাপ দিয়েছেন তারা।
বীথির শাশুড়ি মনোয়ারা বেগম বলেন, নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে ভৈরবের এক হাসপাতালের উদ্দেশে রোগীকে নিয়ে রওনা দেন তারা। সেখানে যাওয়ার পথে অটোরিকশাতে মেয়েসন্তান প্রসব করেন প্রসূতি।
কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওমর খসরু বলেন, হাসপাতালে নরমাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। বীথি আক্তারের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।