ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নোয়াখালীতে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল অস্ত্রসহ গ্রেপ্তার

নোয়াখালীতে টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল অস্ত্রসহ গ্রেপ্তার

শুক্রবার দুপুরে জুয়েলকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় -সমকাল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১ | ০৩:০১ | আপডেট: ০১ অক্টোবর ২০২১ | ০৩:০১

নোয়াখালীতে সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েলকে গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ খানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিঝির বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত জুয়েল (২৮) বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।  

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শুক্রবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন

×