ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীকে কটূক্তি

কলেজছাত্রকে পুলিশে দিল ছাত্রলীগ

কলেজছাত্রকে পুলিশে দিল ছাত্রলীগ

অভিযুক্ত সজল আহমেদ। ছবি: সমকাল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১ | ০৭:৫৫ | আপডেট: ০৫ অক্টোবর ২০২১ | ০৭:৫৫

নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কলেজছাত্র সজল আহমেদকে পুলিশের সোপর্দ করেছে উপজেলার বনপাড়া পৌর ছাত্রলীগ। 

মঙ্গলবার সকাল ১১টায় বনপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সজল বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস বলেন, সজল আহমেদ তার ফেসবুকে রেকর্ড মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ধন্যবাদ জানায়। বিষয়টি পৌর ছাত্রলীগের নজরে এলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে।

অভিযুক্ত সজল আহমেদ বলেন, মন্তব্যটি অন্যের একজনের আইডি থেকে নিয়ে ফেসবুকে শেয়ার করেছিলাম। বিষয়টি না বুঝে করেছি, কোনো উদ্দশ্যমূলক নয়।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশিদুল ইসলাম বলেন, পৌর ছাত্রলীগ নেতারা সজল নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে।




আরও পড়ুন

×