কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় দোষীদের শাস্তি দাবি হেফাজতের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১ | ০৮:৫০ | আপডেট: ১৪ অক্টোবর ২০২১ | ০৯:০৩
কুমিল্লায় চাঁদপুরে পূজামণ্ডপে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত খাস কমিটির বৈঠক থেকে এ দাবি জানান হেফাজত নেতারা।
হেফাজত নেতারা বলেন, 'কুমিল্লার ঘটনায় নজর রাখছি। এদেশের ইসলামপ্রিয় তৌহিদী জনতা কোনভাবেই পবিত্র কুরআন অবমাননা সহ্য করবে না, করতে পারে না।'
নেতারা বলেন, 'কুরআন অবমাননাকারীদের গ্রেপ্তার ও পূজামণ্ডপটি বন্ধ করে দেওয়ায় সরকারেকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে চাঁদপুরের ঘটনায় উস্কানি ছিল কিনা ও কিভাবে মানুষ মারা গেল এর তদন্ত হতে হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল তাও খতিয়ে দেখতে হবে।'
নেতারা আরও বলেন, 'দেশের তৌহিদি জনতা, হেফাজতের নেতাকর্মী ও কওমী মাদরাসার আলেম-উলামা ও শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে, কারো উস্কানিতে সিদ্ধান্ত নেবেন না।'
হেফাজত নেতারা বলেন, 'শুক্রবার হেফাজতের কোনো কর্মসূচি থাকছে না। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে সে বিষয়েও সর্তক থাকতে হবে।'
আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- কুমিল্লা
- হেফাজতে ইসলাম বাংলাদেশ