পীরগঞ্জের ঘটনায় ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ মিছিল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা- সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ০২:৩৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ০৩:১৯
রংপুরের পীরগঞ্জের বড় করিমপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগ। রোববার রাত ৪টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রনির নেতৃত্বে উপজেলা সদরে ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে।
এ ছাড়াও রাতেই রংপুর মহানগর ছাত্রলীগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনার নিন্দা জানিয়ে মিছিল বের করে।
ধর্মীয় উসকানির ঘটনায় বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লিতে আগুন দিয়ে প্রায় ৬৫টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৪১ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার রাতে হিন্দু পল্লিতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব, বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সংখ্যালঘু পরিবারের এক যুবকের ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কসবা হিন্দু পল্লিতে সংখ্যালঘুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, বিনা উসকানিতে নিরীহদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় আমরা অনেককে গ্রেপ্তার করেছি।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামত করা হবে। সরকারি সকল সহযোগিতা প্রদান করা হবে।
- বিষয় :
- রংপুর
- পীরগঞ্জ
- হামলা
- অগ্নিসংযোগ
- প্রতিবাদ মিছিল