হাবিপ্রবিতে সশরীরে ক্লাস বৃহস্পতিবার থেকে

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: ফাইল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১ | ০৯:২৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২১ | ০৯:২৩
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুটি আবাসিক হল সোমবার খুলে দেওয়া হয়েছে। আগামী দুই দিনে আরও পাঁচটি খুলে দেওয়া হবে। এ বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হবে ২১ অক্টোবর থেকে।
সকালে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল খুলে দেওয়া হয়। এ দুটি হলের আবাসিক শিক্ষার্থীরা আইডি কার্ড ও করোনার টিকা কার্ড দেখিয়ে হলে ওঠেন। এ সময় হল-সংশ্নিষ্ট শিক্ষার্থীদের ফুল দিয়ে স্বাগত জানান। সকালে হল খুলে দেওয়ার পর ক্যাম্পাস পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র হালদার, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদসহ অন্য কর্মকর্তারা।
পরে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তারা।
এদিকে বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীদের টিকা নিতে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনার টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। দুপুরে কেন্দ্রের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
তিনি বলেন, করোনাকালীন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে ছয় মাসের সেমিস্টার চার মাসে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি ক্লাস ৫০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট করে নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ বলেন, মঙ্গলবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বুধবার শেখ রাসেল হল, আইভি রহমান হল ও সুফিয়া কামাল হল খুলে দেওয়া হবে।
হল খুলে দেওয়ার প্রথম দিনেই আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফিরতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শিক্ষার্থী রিফাত বলেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে নেই। অনলাইনে ক্লাস করেছি, কিন্তু ক্যাম্পাসে ফিরতে পারার আনন্দটাই আলাদা। সকালে এসেই কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে।