ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

হাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

হাবিপ্রবিতে সশরীরে ক্লাস শুরু

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়-সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১ | ০৮:৩৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ | ০৮:৪৯

দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস শুরু হয়। এ সময় শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এর আগে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়। কমপক্ষে এক ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

দুপুরে ক্লাস শুরু কার্যক্রম পরিদর্শন করেন হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ প্রমুখ। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, ‘করোনাকালীন সময়ে ক্যাম্পাস বন্ধ থাকার ফলে শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে ৬ মাসের সেমিস্টার ৪ মাসে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্লাসের সময় ঠিক রেখে প্রতিটি ক্লাস ৫০ মিনিটের পরিবর্তে ৭০ মিনিট করা হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘শিক্ষার্থীরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সেজন্য সব শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’ 


আরও পড়ুন

×