ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

এবারও রাস মেলা হবে না সুন্দরবনে

এবারও রাস মেলা হবে না সুন্দরবনে

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ০৯:২৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ০৯:২৬

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের দুবলার চরে এবারও ঐতিহ্যবাহী রাস মেলা বা উৎসব অনুষ্ঠিত হবে না। তবে নির্দিষ্ট সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পুণ্যস্নান ও রাস পূজা অনুষ্ঠিত হবে। খুলনায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো সমকালকে বলেন, করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ ছাড়া সরকারের পক্ষ থেকেও পূজায় পুণ্যার্থীদের বাইরে কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। সে কারণে গত বছরের মতো এ বছরও সেখানে অন্য কোনো ধর্মের লোক যেতে পারবেন না। এবারও কোনো মেলা বা উৎসব হবে না।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আগে প্রতি বছর দুবলার চরে রাস মেলায় বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ যেতেন। কিন্তু গত বছর করোনা পরিস্থিতির কারণে শুধু পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকেই সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আর ২০১৯ সালে রাস পূজার সময় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানায় কাউকে সেখানে যাওয়ার অনুমতি দেয়নি বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা আরও জানান, আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর রাস পূজা অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্বর ভোরে বাগেরহাটের মোংলা থেকে রাস পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ সুন্দরবনে যাবেন। সাতক্ষীরা ও খুলনার নির্দিষ্ট নৌপথ ব্যবহার করে সেখানে যেতে পারবেন পুণ্যার্থীরা। আগামী ১৮ নভেম্বর পূজা এবং ১৯ নভেম্বর ভোরে স্নান করার পর তারা ফিরতে শুরু করবেন।

সভায় বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, রাস পূজা উদযাপন কমিটির নেতারা ও ট্যুর অপারেটররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×