সিকৃবিতে কৃত্রিম তাপে গোখরা সাপের ডিম থেকে ২৭ বাচ্চা

ছবি: ফাইল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১ | ০৮:৪৫ | আপডেট: ২৭ অক্টোবর ২০২১ | ০৮:৪৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃত্রিম তাপ দিয়ে সফলভাবে গোখরা সাপের ডিম থেকে ২৭টি বাচ্চা জন্ম দেওয়া হয়েছে।
বুধবার সকালে বাচ্চাগুলো জন্ম নেয় বলে জানিয়েছেন সিকৃবির মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমেদ।
তিনি জানান, সিকৃবির প্রাণী অধিকার এবং জীববৈচিত্র্য সংরক্ষণবিষয়ক সংগঠন 'প্রাধিকার'-এর তত্ত্বাবধানে ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডিমে তাপ দেওয়া হয়। এর আগে ২১ অক্টোবর শাহপরাণ এলাকার একটি বাড়ির রান্নাঘরের মাটি খুঁড়ে ডিমগুলো উদ্ধার করা হয়।
প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম জানিয়েছেন, সাপটি মেরে ফেলার পর ডিমগুলো উদ্ধার করে তাদের কাছে দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে সফলভাবে বাচ্চা ফোটানো হয়েছে। তিনি জানান, 'মনোক্লেড কোবরা'কে বাংলায় 'গোখরা সাপ' বলা হয়।
এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ।