রাজশাহীতে দাম বেড়েছে চাল মাংস সবজির

প্রতীকী ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২১ | ১১:১৩ | আপডেট: ২৯ অক্টোবর ২০২১ | ১১:১৩
রাজশাহীর খুচরা বাজারে নতুন করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সরু ও মাঝারি আকারের চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা, আড়তগুলোতে দাম বেড়েছে বস্তাপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এ ছাড়া শীতের সবজি ও গরুর মাংসের দামও বেড়েছে কেজিতে ৩০ টাকা। তবে কমেছে মুরগির দাম। নগরীর খুচরা চাল বিক্রেতা ও আড়তদাররা বলছেন, মিল পর্যায় থেকে চালের দাম বাড়ানোর কারণে পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়ছে। ক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবে ইচ্ছামতো দাম বাড়িয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
শুক্রবার রাজশাহী নগরীর বিভিন্ন আড়ত ঘুরে দেখা গেছে, আটাশ চাল ৫০ কেজির বস্তা গত সপ্তাহে ছিল দুই হাজার ৫০০ টাকা। এ সপ্তাহে তা বেড়ে হয়েছে দুই হাজার ৬০০ টাকা। মিনিকেট গত সপ্তাহে ছিল দুই হাজার ৮৫০ টাকা। এ সপ্তাহে তা হয়েছে দুই হাজার ৯৫০ থেকে তিন হাজার টাকা। এ ছাড়া স্বর্ণা দুই হাজার ১০০ থেকে বেড়ে দুই হাজার ২০০ টাকা হয়েছে।
খুচরা বাজারে দেখা যায়, গত সপ্তাহে যে চালের কেজি ছিল ৫৫ টাকা, এখন সেই চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা দরে। আর ৫০ টাকা কেজির চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়। ৪৫ টাকা কেজিতে নেমে আসা মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। তবে দু-এক দিনের মধ্যে চালের দাম কমে আসতে পারে বলে আশা ব্যবসায়ীদের। এ ছাড়া বেড়েছে শীতের সবজি, গরু ও খাসির মাংসের দাম। দু'দিন আগেও এক কেজি গরুর মাংস ৫৫০ টাকায় বিক্রি হলেও গতকাল হঠাৎ করেই তা বিক্রি হয় ৫৮০ টাকায়। ৭৫০ টাকার খাসির মাংস বিক্রি হয় ৮২০ টাকা দরে। ৪০ টাকার বেগুন ৬০ টাকা, ৬০ টাকার ফুলকপি ৮০ টাকা কেজিতে বিক্রি হয়। বেড়েছে কাঁচামরিচ, শিমের দামও। তবে অপরিবর্তিত আছে পেঁয়াজের দাম।
মাইনুল ইসলাম নামে এক ক্রেতা জানান, সবকিছুর দামই বেড়েছে। ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের মূল্য। দাম স্বাভাবিক রাখতে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় সহকারী পরিচালক অপূর্ব অধিকারী বলেন, সবসময় বাজার তদারকি করা হচ্ছে। অনিয়ম সামনে এলেই আইনের আওতায় আনা হচ্ছে।
- বিষয় :
- রাজশাহী
- খুচরা বাজার
- চালের দাম
- দাম বৃদ্ধি