ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চাঁদপুরের হানারচর ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

চাঁদপুরের হানারচর ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১ | ০৫:১৩ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১ | ০৫:১৩

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ীর রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে নির্বাচন স্থগিতের এই আদেশ দেন।

রিটে বর্তমান চেয়ারম্যান আ. ছাত্তার রাড়ী উল্লেখ করেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র বিন্যাস সঠিকভাবে করা হয়নি। একই স্থানে দুটি ওয়ার্ডের ভোট কেন্দ্র করা হয়েছে। এতে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে।  

রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ ও ব্যরিস্টার আতিকুর রহমান। ফাইলিং আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোসাম্মৎ মনিরা সুলতানা। 

ব্যারিস্টার মনিরুজ্জামন আসাদ জানান, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ত্রুটিগুলো আদালত আমলে নিয়ে আগামী ৬ মাসের জন্য নির্বাচন স্থগিত করেছে।


আরও পড়ুন

×