জুসারের ভেতর সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক পরেন্দ্র দাস (ডান দিক থেকে দ্বিতীয়)
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১ | ০৭:২৪ | আপডেট: ০৮ নভেম্বর ২০২১ | ০৭:২৯
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই প্রবাসীর কাছ থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে পরেন্দ্র দাস (৩৬) নামের যাত্রীর কাছ থেকে ৬ কেজি ১৪৮ গ্রাম ওজনের সোনা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। একটি জুসার মেশিনের ভেতরে অভিনব কৌশলে ৩৮ পিস স্বর্ণের বিস্কুট ও একটি স্বর্ণের চাকতি লুকিয়ে রাখা হয়েছিল।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন গণমাধ্যমকে এই তথ্য জানান।
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ গ্রামের বাসিন্দা পরেন্দ্র দীর্ঘ ১২ বছর ধরে দুবাই প্রবাসী। সোমবার সকাল ৮টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে তিনি ওসমানীতে এসে পৌঁছান।
আল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার অব কাস্টমসের নির্দেশে ওসমানী বিমানবন্দরে বিমান অবতরণের পর দুবাই থেকে আসা যাত্রীদের মধ্যে পরেন্দ্র দাসকে চিহ্নিত করা হয়। অবতরণের পর অ্যাসকর্ট করে তাকে গ্রীন চ্যানেলে আনার পর সোনার কথা জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন।
এরপর তিনি স্বর্ণ আনার কথা স্বীকার করলে তার লাগেজ তল্লাশি করে দুটি জুসার মেশিনের ভেতরে কৌশলে রাখা ৩৮টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়।
প্রবাসী পরেন্দ্র দাসের বিরুদ্ধে কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়েরের কথা জানিয়ে আল আমিন বলেন, মহানগর পুলিশের বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করা হবে। তার আগে অতীতে তিনি সোনার চালান নিয়ে এসেছেন কি-না, তা জানার চেষ্টা করা হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরেন্দ্র দাস জানিয়েছেন, গত ১২ বছরে মাত্র দুইবার তিনি দেশে এসেছেন। এবারে দেশে আসার সময় আরেকজন তাকে জুসার মেশিনগুলো নিয়ে আসার জন্য দিয়েছেন বলে কাস্টমস কর্মকর্তাদের কাছে দাবি করেন পরেন্দ্র দাস।
সোমবার বিকেল ৫ টা পর্যন্ত পরেন্দ্র দাসকে হস্তান্তর করা হয়নি বলে জানান মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ময়নুল জাকির। তবে ওসমানী বিমানবন্দরে সোনাসহ একজন আটকের বিষয়ে তারা অবহিত বলে জানান তিনি।