ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ময়মনসিংহে ট্রাইবালের নির্বাচন বন্ধে মামলা

ময়মনসিংহে ট্রাইবালের নির্বাচন বন্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১ | ০৫:১৬ | আপডেট: ০৯ নভেম্বর ২০২১ | ০৫:১৬

ময়মনসিংহে সমতলের আদিবাসীদের সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টিডব্লিউএ) নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আদালতে মামলা হয়েছে। গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনি উপায়ে তফসিল ঘোষণার অভিযোগ এনে আদালতে চারজনকে বিবাদী করে মামলাটি করা হয়।

রোববার ময়মনসিংহের হালুয়াঘাট জ্যেষ্ঠ সহকারী বিচারিক আদালতে দায়ের করা মামলাটিতে বিবাদী করা হয় ট্রাইবালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভদ্র ম্রং, প্রধান নির্বাচন কমিশনার আলবার্ট মানখিন, সচিব ধীরেশ চিরান, নির্বাচন কমিশনার ফাদার যোসেফ চিসিমকে। 

আদালত মামলার শুনানি শেষে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না এবং নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে বিবাদীদের জবাব দিতে বলেছেন। বাদী পক্ষের আইনজীবী মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, সমতলের আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির বর্তমানে ভারপ্রাপ্ত  চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ভদ্র ম্রং। তিনি ২০১০ সালে কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছিলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও হালুয়াঘাট থানা শাখার চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। যা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর অন্তর নির্বাচনের কথা থাকলেও নির্বাচনের ব্যবস্থা না করে পদ আগলে রাখার চেষ্টা হয়েছে। শাখা নির্বাচন অনুষ্ঠিত করার পর কেন্দ্রীয় কমিটির নির্বাচন করার কথা থাকলেও গত ৩ নভেম্বর কেন্দ্রীয় কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থী। ওই অবস্থায় নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন ট্রাইবালের ফুলবাড়িয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বর্মন। 

মামলার বাদী অখিল চন্দ্র বর্মন বলেন, ‘ভদ্র ম্রং অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে সমাজসেবা দপ্তরের অনুমোদিত সংবিধান অমান্য করে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন। এখন তিনি শাখা কমিটির নির্বাচন কার্যক্রম স্থগিত করে অবৈধ উপায়ে কেন্দ্রীয় কমিটির নির্বাচন করার জন্য তৎপরতা চালাচ্ছেন। অথচ সংবিধান অনুসারে প্রথমে শাখা কমিটির নির্বাচন তারপর কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।’ 

এ বিষয়ে ভদ্র ম্রংয়ের বক্তব্য নেওয়ার জন্য দু’দিন চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। 


আরও পড়ুন

×