বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ-সম্পদ দখল, গ্রেপ্তার ছেলে

প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২১ | ১১:৩৭ | আপডেট: ১২ নভেম্বর ২০২১ | ১১:৩৭
বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ আদায় ও বাড়ি দখলের অভিযোগে একমাত্র ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে খুলনার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মহিউদ্দিন বাদী হয়ে তার ছেলে এস এম মুসসালিন আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামুনকে গ্রেপ্তার করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, একজন প্রাক্তন শিক্ষকের ছেলে বাবা-মাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সম্প্রতি ১১ লাখ টাকা আদায় করেন। এ ছাড়া জোর করে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগে শিক্ষক এস এম মহিউদ্দিন বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ছেলে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর টুটপাড়া সরকারপাড়ার বাসিন্দা শিক্ষক মো. মহিউদ্দিন জানান, তার সারাজীবনের সঞ্চয় ও অবসরকালীন ভাতার ১১ লাখ টাকা তার ছেলে জোর করে নিয়ে নিয়েছে। এ ছাড়া জমি ও বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। সে কারণে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।