ব্যাডমিন্টন কোর্টের বাতি জ্বালাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আরাফাত রহমান
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১ | ০৫:৫৪ | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ | ০৫:৫৪
কুমিল্লার লাকসামে ব্যাডমিন্টন কোর্টের বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরাফাত রহমান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টায় উপজেলার পশ্চিমগাঁও মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আরাফাত রহমান শহরের আল আমিন ইনস্টিটিউটের ৮ম শ্রেণির ছাত্র।
একই এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে পাড়ার ছেলেদের সাথে মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় আরাফাত। এ সময় বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য লাইন সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুতায়তি হয়ে সে অজ্ঞান পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাকসাম জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরাফাতের বাবা সফিকুর রহমান সৌদি আরবে মৃত্যু বরণ করেন। তাদের বাড়ি নাঙ্গলকোট উপজেলার শিবপুর গ্রামে। ৩ বোন, ২ ভাইয়ের মধ্যে আরাফাত মেজ। দীর্ঘদিন ধরে আরাফাত তার পরিবারের সঙ্গে পশ্চিমগাঁও মিয়াপাড়ার আবুল বাশারের বাড়িতে ভাড়া থাকত।