ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

কুরিয়ারের কাভার্ডভ্যানে আগুন

এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটননায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: সমকাল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১ | ০৯:০২ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ | ০৯:০২

দিনাজপুর শহরে বেসরকারি এজেআর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানে থাকা ওষুধ, ব্যাটারিসহ বিপুল পরিমাণ পণ্য পুড়ে গেছে। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের শেরশাহ বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

কাভার্ডভ্যান চালক সবুর ইসলাম বলেন, 'বুধবার রাতে ঢাকা থেকে পণ্য লোড করে দিনাজপুরের উদ্দেশে রওনা দিই। দুপুরে শহরের শেরশাহ বটতলা মোড়ে পৌঁছলে আশপাশের লোকজন গাড়ি থামানোর সংকেত দেন। গাড়িটি থামালে এর পেছন দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পেছনের গেট খুললে আগুন দেখতে পাই। এ সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।'

এজেআর কুরিয়ার সার্ভিসের দিনাজপুরের শাখা ব্যবস্থাপক মুজিবুল হক আজাদ জানান, চালকের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে দেখি গাড়িতে আগুন। চালক, চালকের সহকারী ও স্থানীয়রা কিছু মালপত্র নামাতে পারলেও ৮০ ভাগই পুড়ে গেছে। 

গাড়িটিতে ওষুধ কোম্পানির ওষুধ, কেমিক্যাল, ইলেকট্রনিক পণ্য, ব্যাটারিসহ বিভিন্ন কাগজপত্র ছিল। ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা বলে জানান তিনি।

আরও পড়ুন

×