ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শেখ হাসিনার গাড়িবহরে হামলা

পুনর্বিচার চেয়ে আদালতে আবেদন রাষ্ট্রপক্ষের

পুনর্বিচার চেয়ে আদালতে আবেদন রাষ্ট্রপক্ষের

ছবি: ফাইল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১ | ০৯:০৩ | আপডেট: ২৩ নভেম্বর ২০২১ | ০৯:০৩

বরিশালের গৌরনদীতে ২০০৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য আদালতে আবেদন করা হয়েছে। 

বরিশাল জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম জাহাঙ্গীর মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে এ আবেদন করেন। 

বিচারক রফিকুল ইসলাম আবেদন আমলে নিয়ে ৩০ নভেম্বর আসামিদের উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেন।

২০১৮ সালের ৫ আগস্ট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শিহাবুল ইসলামের আদালতে এ মামলার আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছিল। তিন বছর পর ন্যায়বিচার হয়নি উল্লেখ করে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হলো।

মামলা থেকে খালাস পাওয়া আসামিরা হলেন- বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা সরোয়ার আলম, মিজানুর রহমান মুকুল, হান্নান শরীফ, বদিউজ্জামান মিন্টু, আ. আউয়াল লোকমান, ঝিন্টু তালুকদারসহ ১৬ জন। তারা গৌরনদীর বাসিন্দা। ২০০৪ সালের ১ এপ্রিল গৌরনদী বাসস্ট্যান্ডে হামলার সময়ে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নির্বাচনে মহাজোট সরকার ক্ষমতাসীন হলে ২০০৯ সালের ২০ ডিসেম্বর গৌরনদী থানায় ওই ঘটনায় মামলা করা হয়। ২০১১ সালে জহির উদ্দিন স্বপনসহ ৪০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৩ সালের ১৯ মে স্ব্বপনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বিচার কার্যক্রম চলে পাঁচ বছর। এ সময়ে ২৫ সাক্ষীর মধ্যে মাত্র ছয়জন সাক্ষ্য দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০১৮ সালের ৫ আগস্ট সব আসামিকে খালাস দেন আদালত।

তিন বছর পর মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদনের বিষয়ে পিপি এ কে এম জাহাঙ্গীর বলেন, আইনে রয়েছে বিলম্বেও রায়ের বিরুদ্ধে আপিল করা যায়। তাছাড়া রাষ্ট্রপক্ষের মামলাগুলোর যাচাই-বাছাই কমিটি রয়েছে। ওই কমিটির মূল্যায়নে এ মামলায় ন্যায়বিচার হয়নি বলে তারা মনে করেছে। গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়নি। তিনি জানান, গত সোমবার আইন মন্ত্রণালয় তাকে চিঠি দিয়ে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করতে নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে তিনি আবেদন করেছেন।

মামলার প্রধান আসামি সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, নিম্ন আদালতের রায়ে প্রমাণিত হয়েছে মামলার অভিযোগ ছিল মিথ্যা। তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর গাড়িবহরের লোকজনের সঙ্গে ছাত্রদল কর্মীদের ভুল বোঝাবুঝি হয়েছিল। তখন তিনি সংসদে ছিলেন। অনেক বছর পর এ নিয়ে মামলা হলেও স্থানীয়ভাবে দু'পক্ষের মধ্যে সমঝোতা হয়ে যায়। 

রাজনৈতিক উদ্দেশ্যে এখন মামলার পুনর্বিচারের আবেদন করা হয়েছে।


আরও পড়ুন

×