ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে রোববার

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে রোববার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১ | ২২:২৪ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ২২:২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু।

তিনি জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা তাসিনুর রহমান স্বাক্ষরিত এক পত্র মোতাবেক সোনামজিদ স্থলবন্দর শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের মধ্যে অবস্থিত হওয়ায় নির্বাচনের স্বার্থে বন্দরের সব কার্যক্রম বন্ধের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আতাউর রহমান রাজু জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ২৯ নভেম্বর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

আরও পড়ুন

×