দীঘিনালায় ইউপি নির্বাচনকে ঘিরে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ, আহত ১০

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১ | ০৩:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ | ০৩:২৬
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুইটি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে তিনটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মেরুং ইউনিয়নের রিটানিং কর্মকর্তা মাঈন উদ্দিন জানান, বাচা মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত করা হয়েছে। হাজাধন মনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। এছাড়াও কবাখালী ইউনিয়নের হাসিনসনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আধাঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকার পর পুনরায় ভোট গ্রহন শুরু হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহরলাল চাকমা আধা ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত করার বিষযটি নিশ্চিত করেন।
এদিকে, ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় হাসিনসনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তিনজনকে আটক করার খবর পাওয়া গেছে।