ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ধামইরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

ধামইরহাটে পানিতে পড়ে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১ | ০৯:০২ | আপডেট: ২৮ নভেম্বর ২০২১ | ০৯:০২

নওগাঁর ধামইরহাটে ডোবার পানিতে পড়ে সানজিদা খাতুন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার ওই ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম মোল্লাপাড়া গ্রামের আলাল হোসেনের মেয়ে।

নিহতের পরিবার জানায়, বাড়ির সবাই যখন আমন ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত, তখন এক ফাঁকে সবার অজান্তে বাড়ির পাশের ডোবার ধারে খেলতে চলে যায় সানজিদা। দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে সানজিদার মা ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ওসি কেএম রাকিবুল হুদা বলেন, খবর জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকার সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×