টানা বৃষ্টিতে ফরিদপুরের কর্মজীবীদের ভোগান্তি

বৃষ্টির কারণে জনশূন্য ফরিদপুর শহর
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৪:০৯ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৫:১২
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুইদিন টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন ফরিদপুরবাসী। দমকা হাওয়ার সঙ্গে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। রোববার সারাদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও রাত থেকে শুরু হয় ভারি বর্ষণ।
সোমবার সকাল থেকে পেশা ও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ পড়েন চরম ভোগান্তিতে। শহরের রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম দেখা গেছে। এতে রিকশাভাড়া গুনতে হয়েছে দ্বিগুণেরও বেশি।
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে সকাল থেকে দুপুর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শ্রমিকের হাটে আসা মানুষদের। তাদের বেশিরভাগেরই কোনো কাজ জোটেনি। ফুটপাতের ব্যবসায়ী ও হকাররা কর্মহীন দিন কাটিয়েছেন।
শহরের গোয়ালচামটে অবস্থিত নতুন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দূরপাল্লা ও লোকাল সব পরিবহনেই যাত্রী খুবই কম। জেলা ও উপজেলা সদরের প্রধান সড়কগুলো সারাদিনই ছিল জনশূন্য।
ফরিদপুরের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সুরুজ আলী মিয়া বলেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। তবে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব থাকবে মঙ্গলবার পর্যন্ত। এই দুইদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।