বিরামপুরে দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ১

আটক রফিকুল ইসলাম বাবলু
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৯:১৪ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৯:১৪
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দেড় কোটি টাকা মূল্যের ৪শ’ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় রফিকুল ইসলাম বাবলু (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ।
সোমবার সকালে উপজেলার শিবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের ছেলে।
বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান বলেন, ‘শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে ভারতে যাচ্ছিল। পরে তার দেহ তল্লাশি করে ৪শ’ গ্রাম সাপের বিষ ভর্তি একটি বোতল জব্দ করা হয়। ‘
জানতে চাইলে বিজিবি-২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ উল্লাহ আবেদ বলেন, ‘সাপের বিষ ভর্তি একটি বোতলসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার বাজারমূল্য দেড় কোটি টাকা।’
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সোমবার সন্ধ্যায় রফিকুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি একটি মামলা দায়ের করেছে।
- বিষয় :
- দিনাজপুর
- সাপের বিষ
- বর্ডার গার্ড বাংলাদেশ
- বিজিবি