ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জয়পুরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

জয়পুরহাটে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১ | ০০:৫২ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ | ০০:৫২

জয়পুরহাট সদর উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উঠেছে। শনিবার রাতে উপজেলার ভাতশা ইউনিয়নের পন্ডিতপুর গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তিনজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

প্রেপ্তাররা হলেন- সদর উপজেলার পন্ডিতপুর গ্রামের শফিকুলের ছেলে আসলাম হোসেন (২০), রমজান আলীর ছেলে রাব্বি হোসেন (১৯) ও বেলাল হোসেনের ছেলে রায়হান আলী (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পন্ডিতপুর গ্রামের কয়েকজন যুবক শনিবার রাতে একই গ্রামের পাশ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করে ৩২ বছর বয়সী ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। ওই ঘটনায় রাতেই ধর্ষণের শিকার গৃহবধু বাদী হয়ে তিনজনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন। মামলার পর রাতেই পুলিশ অভিযুক্ত তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ পাওয়ার পর রাতেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

আরও পড়ুন

×