ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিহতদের স্বজনদের আহাজারি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০৬:৫১

মাগুরায় বাসচাপায় আরজিনা বেগম (৪৫) ও পিকুল মোল্লা (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাওড়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরজিনা দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোনিয়েশন এবং দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মিজানুর রহমানের স্ত্রী। আর পিকুল মোল্লা ডা. মিজানের ভগ্নিপতি। তাদের বাড়ি সদর উপজেলার ধলফা বগুড়া গ্রামে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, মাগুরা শহরের কলেজপাড়ার বাসা থেকে আরজিনা ভগ্নিপতি পিকুলর সঙ্গে মোটরসাইকেলে করে হাইওয়ে সড়ক দিয়ে গ্রামের বাড়ি সদর উপজেলার ধলফা বগুড়া যাচ্ছিলেন। মাগুরা - ঝিনাইদহ সড়কের মাগুরা শহরতলীর হাওড়খালী এলাকায় পৌঁছালে ঢাকাগামী বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরজিনা ও পিকুল মারা যান। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।


আরও পড়ুন

×