ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৪:৪৪ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২১ | ০৪:৪৪

মাগুরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চাঁদপুর পাজাখোলায় এলাকায় মাগুরা - নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। তাদের দু’জনের বাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামে। আহতদের মধ্যে ১৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার লিটন শেখন জানান, শালিখা উপজেলার গঙ্গারামপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস সকাল সাড়ে ১১ টার দিকে সদরের চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় কমপক্ষে ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার  করে মাগুরা আড়াইশো শয্যা হাসপাতালে নেওয়া হলে গোলাম নবী ও বাবু মিয়া নামে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

মাগুরা আড়াইশো শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. আমর প্রসাদ জানান, হাসপাতালে আনার আগেই গোলাম নবী ও বাবু মিয়া নামে দুই ব্যাক্তির মুত্যু হয়। গুরুতর আহত ১৫ জনকে হাসাপাতালে ভর্তি ও বাকি ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাগুরা সদর থানার ওসি মন্জুরুল আলম বলেন, সদরের পাজাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×