ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

নাফ নদী থেকে আইস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নাফ নদী থেকে আইস ইয়াবাসহ গ্রেপ্তার ২

ছবি: সমকাল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১ | ০০:০৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২১ | ০০:৫৯

মিয়ানমার থেকে একটি মাদক চালান কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রবেশকালে নাফ নদীতে অভিযান চালিয়ে ভয়ংকর মাদক আইস, ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৬ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ২০ হাজার পিস ইয়াবা।

গ্রেপ্তার দুইজন হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০) এবং মিয়ানমার মন্ডু শহরের শিয়া কনদং এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০)।

শুক্রবার সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন। এ সময় উপস্থিত ছিলেন- টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচারক লে. এম মুহতাসিম বিল্লাহ শাকিল।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার সংলগ্ন নাফ নদী দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে বলে গোপন খবর পাই। এরপর বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিজিবির দুটি বিশেষ টহলদল নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে একটি নৌকা জালিয়ারদ্বীপের কাছাকাছি এসে পৌঁছলে বিজিবির টহলদল সেটিকে চ্যালেঞ্জ করে। আরোহীরা দ্রুত নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকে। বিজিবির টহলদল গুলি ছুঁড়ে নৌকাটিকে থামানোর চেষ্টা করে। পরে স্পিডবোটের সাহায্যে বিভিন্ন দিক থেকে নৌকাটি ঘেরাও করে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়। এ সময় নৌকাটি তল্লাশি চালিয়ে ৫ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যমানের ১ কেজি ৩৬ গ্রাম আইস, ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বিজিবির এ কর্মকর্তা জানান, ওই দুইজনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চোরাচালান আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও অন্যান্য মালামালসহ তাদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×