ভারতে কারাভোগ শেষে ফেরার অপেক্ষায় ১০ বাংলাদেশি

প্রতীকী ছবি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১ | ১৩:০৯ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ | ১৩:০৯
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর কারাগারে কারাভোগ করেন ১০ বাংলাদেশি। তাদের বাড়ি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়। কারাভোগ শেষে বর্তমানে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।
ভারতের উত্তর ত্রিপুরা পত্রিকা ও কৈলাশহর থানা সূত্রে জানা যায়, ওই ১০ বাংলাদেশি হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শঙ্করপুর ইউনিয়নের নিত্যানন্দ সরকারের স্ত্রী ফুলমতি বিশ্বাস ওরফে লালমতি রানী সরকার, নিবারসা সরকারের বোন খেলা নমঃশূদ্র ওরফে খেলা রানী সরকার, হরেন্দ্র সরকারের বোন দীপা পুরকায়স্থ ওরফে জনতা রানী সরকার, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা এলাকার ইউসুফ আলীর ছেলে ইসমানন্দর আলী ওরফে মন্তাজ আলী, মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের জমাত মিয়ার ছেলে রাজন মিয়া ও সাহান আলী, আবরুস আলীর ছেলে আহমেদ আলী, আবদুল মোতালিবের ছেলে নান্টু মিয়া, কমলগঞ্জ উপজেলার ডবলছড়া চা বাগানের কালীচরণ মাদ্রাজীর ছেলে রাজু মাদ্রাজী ও গোপাল সাঁওতালের ছেলে রানা সাঁওতাল।
কৈলাশহর থেকে প্রকাশিত দৈনিক উত্তর ত্রিপুরার সম্পাদক মোহিত পাল জানান, ১০ বাংলাদেশিকে কারাভোগের পর নিরাপত্তার জন্য স্যাটেলার হোমে রাখা হয়েছে। তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আগরতলার বাংলাদেশ কনস্যুলার অফিসের মাধ্যমে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদকে জানানো হয়েছে।
বিজিবির ৪৬ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অফিসিয়ালি কোনো চিঠি পাওয়া যায়নি। অফিসিয়ালি তথ্য পেলে দুই দেশের আন্তঃরাষ্ট্রীয় সংশ্নিষ্ট বিভাগের আলোচনার পর চাতলাপুর চেকপোস্ট দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে দেশে ফিরিয়ে আনা হবে।
- বিষয় :
- মৌলভীবাজার
- ভারত
- ত্রিপুরা
- কারাভোগ