কাজে ফিরেছেন খুলনার ট্যাঙ্কলরি শ্রমিকরা

খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০৮:৪৪
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন খুলনাসহ পার্শ্ববর্তী ১৫টি জেলার ট্যাঙ্কলরি শ্রমিকরা। শুক্রবার সকালে খুলনার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ট্যাঙ্কলরি মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকের পর শ্রমিকদের কাজে ফেরার ঘোষণা দেওয়া হয়।
ফলে এদিন সকাল ১১টা থেকে খুলনার খালিশপুর পদ্মা, মেঘনা ও যমুনা জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়া সত্ত্বেও বিশেষ ব্যবস্থায় খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলায় তেল সরবরাহ করা হয়।
এর আগে দুই শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ট্যাঙ্কলরি শ্রমিকরা। খুলনা বিভাগীয় ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম জানান, জেলা প্রশাসকের আহ্বানে সার্কিট হাউসে বৈঠক হয়েছে। সেখানে পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, খুলনা মেট্রোপলিটনের উপকমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি আইনগতভাবে নিষ্পত্তির আশ্বাস দেন জেলা প্রশাসক।
- বিষয় :
- ট্যাঙ্কলরি শ্রমিক
- খুলনা