ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ট্রাক থেকে লাশ ফেলে যায় ছিনতাইকারীরা, গ্রেফতার ৪

ট্রাক থেকে লাশ ফেলে যায় ছিনতাইকারীরা, গ্রেফতার ৪

পাবনা অফিস ও ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০৮:৫৪

পাবনার ঈশ্বরদীতে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় লাশের পরিচয় মিলেছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন। তিনি নাটোর সদর উপজেলার জয়নগর গ্রামের জান মোহাম্মদের ছেলে।

গ্রেফতার চারজন হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার রমজান আলী, মিজানুর রহমান, আবদুল শুকুর ও আকছেদ আলী।

পিবিআই পাবনার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গত ৭ অক্টোবর সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাত, পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঈশ্বরদী থানা পুলিশ বাদী হয়ে মামলা করে। এর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্ত করে পিবিআই।

তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলাটির রহস্য উদ্‌ঘাটন ও লাশের পরিচয় শনাক্ত করা হয়। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত চারজনকে নাটোরের বড়াইগ্রাম থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।

তরিকুল ইসলাম আরও জানান, গ্রেফতার চারজন ছিনতাইকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন জেলার হাট থেকে ভাড়ায় যাওয়ার কথা বলে তাদের ট্রাকে ব্যবসায়ীদের গরু-মহিষ তোলে। এরপর সুবিধা মতো স্থানে গিয়ে ব্যবসায়ীদের হাত-পা বেঁধে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে গরু-মহিষসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। ৬ অক্টোবর রাজশাহী সিটি হাটে মহিষ কিনতে যান জাহাঙ্গীর হোসেন। ট্রাক ভাড়া করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী চক্র তার হাত-পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে দিয়ে যায়। শক্ত করে মুখ বাঁধার কারণে ট্রাকের ভেতরেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।


আরও পড়ুন

×