ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভোটের দু'দিন পর পুকুরে ২ শতাধিক সিল মারা ব্যালট

ভোটের দু'দিন পর পুকুরে ২ শতাধিক সিল মারা ব্যালট

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১ | ১০:৪৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ | ১০:৪৮

রাজশাহীর চারঘাটে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটের দু'দিন পর একটি পুকুরে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে।

মঙ্গলবার উপজেলার শলুয়া ইউনিয়নের বামনদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের পুকুর থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

শলুয়ার ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল বামনদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ওয়ার্ডে সাতজন সাধারণ সদস্যপদপ্রার্থী নির্বাচনে অংশ নেন। 

ভোটগ্রহণ শেষে গণনার একপর্যায়ে নির্বাচনে অনিয়মের অভিযোগে দায়িত্ব পালনকারীদের অবরুদ্ধ করেন কয়েকজন ইউপি সদস্য প্রার্থীর বিক্ষুব্ধ সমর্থক। এ সময় তারা ককটেল ফাটিয়ে কেন্দ্রের ভেতরে গিয়ে ব্যালট পেপার ছিনতাই করেন। 

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যালট পেপার উদ্ধার করে নির্বাচন অফিসে জমা দেয়। এরপর ফল ঘোষণা করা হয়।

ভোটের দু'দিন পর ওই কেন্দ্রের পাশে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেল। এতে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী আসিফুজ্জামান বাঁধন জানায়, গতকাল দুপুরে মাঠে ঘাস কাটতে গিয়ে পুকুরে চার-পাঁচটি ব্যালট ভাসতে দেখে সে। এগিয়ে গেলে বামনদীঘি কেন্দ্রের নাম লেখা একটি প্যাকেট পাওয়া যায়। স্থানীয়দের বিষয়টি জানালে ওই প্যাকেট থেকে দুই শতাধিক সিল মারা ব্যালট পেপার উদ্ধার হয়।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রেজাউল করিম বলেন, ‘ভোট গণনা শেষে সব ব্যালট পেপার জমা দিয়েছি। কোথাও ব্যালট পেপার উদ্ধার হয়েছে কিনা, তা জানা নেই।’ 

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘সিল মারা ব্যালট পেপার পাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।’


আরও পড়ুন

×