বরিশালে তিন লঞ্চ কর্তৃপক্ষকে ৮৫ হাজার টাকা জরিমানা

বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১ | ১২:০৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ | ১২:০৭
বরিশাল নদী বন্দরে ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়েছে নৌ পরিবহন অধিদপ্তর। লঞ্চের ইঞ্জিন কক্ষে ও যাত্রীদের নিরাপত্তা সামগ্রী যথাযথভাবে না পাওয়ায় জরিমানা করা হয়েছে তিনটি লঞ্চ কর্তৃপক্ষকে। এ ছাড়া সতর্ক করা হয়েছে আরও সাত লঞ্চ কর্তৃপক্ষকে।
বৃহস্পতিবার বিকালে বরিশাল নদী বন্দরে নৌ পরিবহন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী এই অভিযান পরিচালনা করেন।
সৈয়দ মোরাদ আলী জানান, বরিশাল জেলা প্রশাসনের সহায়তায় ঢাকাগামী লঞ্চগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় লঞ্চে মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপন যন্ত্র পাওয়া, সঠিকভাবে বয়া না রাখা ও ইঞ্জিন কক্ষে যথাযথ নিরাপত্তা সামগ্রী না রাখার অপরাধে এমভি সুন্দরবন ১১ লঞ্চকে ৪০ হাজার টাকা, পারাবাত ৭কে ১৫ হাজার টাকা ও কুয়াকাটা ২ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ রকম অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন সৈয়দ মোরাদ আলী।
- বিষয় :
- বরিশাল
- নদী বন্দর
- জরিমানা
- লঞ্চ কর্তৃপক্ষ