ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে ভুয়া গোয়েন্দা পুলিশ রিমান্ডে

চট্টগ্রামে ভুয়া গোয়েন্দা পুলিশ রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০ | ১০:৪৬

চট্টগ্রামে সরোয়ার হোসেন প্রকাশ মানিক নামে এক ভুয়া গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার হয়েছে। বুধবার তাকে গ্রেপ্তার করেছে নগরীর ডবলমুরিং থানা পুলিশ। সে পুলিশ পরিচয়ে ব্যবসায়ী আবু তাহেরকে অপহরণের পর ৬৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে বলে জানানো হয়েছে।

বুধবার মানিককে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তোলা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপহৃত ব্যবসায়ী আবু তাহের নগরীর আইকন ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

নগরীর ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জহির হোসেন সমকালকে জানান, গত ৬ জানুয়ারি ভোরে আবু তাহের ফজরের নামাজ আদায় করতে মসজিদের উদ্দেশে বের হন। স্থানীয় মাহাদি স্টোর নামে মুদি দোকানের সামনে গেলে রাস্তার ওপর থেকে দুর্বৃত্তরা তাকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করে। পরে তার পরিবার থেকে ৬৫ লাখ টাকা মুক্তিপণ দাবি আদায় করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর স্ত্রী মামলা করলে জেলার মীরসরাইর ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবু তাহেরকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত মানিক নোয়াখালীর সুধারাম থানার কিশোরগঞ্জের আবুল কাশেমের ছেলে। আর্থিকভাবে প্রচুর দেনা থাকায় ওই ব্যবসায়ীকে সে অপহরণ করে বলে পুলিশ জানায়।

আরও পড়ুন

×