ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইউপি নির্বাচন: জকিগঞ্জে দুই নির্বাচন কর্মকর্তা আটক

ইউপি নির্বাচন: জকিগঞ্জে দুই নির্বাচন কর্মকর্তা আটক

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২ | ০৮:৪২ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ | ০৯:৩২

সিলেটের জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকিব ও উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমানকে বুধবার বিকেলে আটক করেছে পুলিশ।

সাদমান সাকিব সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন, সুলতানপুর ও বারঠাকুরী ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উপজেলার বারহাল ও কাজলসার ইউনিয়নের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন কৃষি কর্মকর্তা আরিফুর রহমান। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সমকালকে এই তথ্য নিশ্চিত করে জানান, আটক হওয়া নির্বাচনী কর্মকর্তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা, কাজলসার ইউনিয়নের নৌকার প্রার্থী জুলকারনাইন লস্করের সিলমারাসহ ৪০০ ব্যালেট ও সংরক্ষিত নারী প্রার্থীর ৪০০ সিলসহ ব্যালট ও বারহাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর সিল ছাড়া ৪৫৬ টি ব্যালট উদ্ধার করেছে পুলিশ। 

নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমানের পরিপত্রে বলা হয়েছে, কাজলসার ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে  এবং ৬নং সুলতানপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট বাস্ক ছিনতাই ও হামলার ঘটনায় ওই কেন্দ্রে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 

বুধবার জকিগঞ্জে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ভরন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পেশাগত দায়িত্ব করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দৈনিক জালালাবাদ পত্রিকার ফটোসাংবাদিক এটিএম তুরাব ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার ফটো সাংবাদিক আজমল আলী। দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। 

সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতারা।  

তারা সাংবাদিকদের ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।


আরও পড়ুন

×