প্রতিপক্ষের লাঠির আঘাতে পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু

আব্দুল মালেক মালতের স্বজনের আহাজারি -সমকাল
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২ | ০৮:২৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ | ০৮:২৩
শরীয়তপুরের নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নে প্রতিপক্ষের লাঠির আঘাতে আব্দুল মালেক মালত (৫৫) নামের পরাজিত এক মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক মালত ইউনিয়নের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের মৃত কচর আহাম্মেদ মালতের ছেলে।
বুধবার (৫ জানুয়ারি) ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন মালেক। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মালেক মালত বৃহস্পতিবার সকালে নওপাড়া বাজারে যান। তখন তার প্রতিপক্ষ পরাজিত মেম্বার প্রার্থী টিউবওয়েল প্রতীকের দেলোয়ার হোসেন মালত হঠাৎ করে তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মালেককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেলোয়ার হোসেন নওপাড়া ইউনিয়ন পরিষদের বিজয়ী চেয়ারম্যান জাকির মুন্সীর (আনারস) সমর্থক বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মালেক মালত মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নওপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডে চারজন মেম্বার প্রার্থী ছিলেন। অপর তিন প্রার্থী হলেন- দেলোয়ার হোসেন মালত (টিউবয়েল), তাফাজ্জেল তপদার (আপেল) ও দেলু বেপারী (ফুটবল)। তাদের মধ্যে তাফাজ্জেল তপদার জয়ী হন।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি সংকর কর বলেন, মালেক মালত ও দেলোয়ার হোসেন মালত আপন চাচাতো ভাই। নির্বাচনে দুজনই পরাজিত হয়েছেন। বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আজ মালেক বাজারে গেলে তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন দেলোয়ার। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় মালেকের।
ওসি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- শরিয়তপুর