নাটোরে বিএনপির ৩ নেতাকে পদ থেকে অব্যাহতি

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২ | ০৮:২৪ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ | ০৮:২৪
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক মামুন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন ও পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম জামালকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত দুটি চিঠি গত শুক্রবার গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছায়।
চিঠি দুটিতে বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুসারে স্থানীয় সরকার নির্বাচনসহ কোনো নির্বাচনে বর্তমান সরকারের অধীনে বিএনপি অংশগ্রহণ করবে না এবং পদধারী কোনো নেতা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু ওই নির্দেশনা উপেক্ষা করে নাটোর পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদাদুল হক মামুন এবং বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উল্লিখিত তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেখ এমদাদুল হক মামুন জানান, দলীয় পদ ব্যবহার করে নয়; বরং জনসাধারণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
তবে বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন জানান, তিনি নিজেই দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
- বিষয় :
- দলীয় শৃঙ্খলা ভঙ্গ
- বিএনপি
- নাটোর
- পদ থেকে অব্যাহতি