খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানালেন শামা ওবায়েদ

খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ। জরুরি ভিত্তিতে তাকে বিদেশ পাঠাতে হবে। ছবি: সমকাল।
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২২ | ০৬:২০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২২ | ০৬:২০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন দলটির বৃহত্তর ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মঙ্গলবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, অ্যাডভোকেট আসলাম মিয়া, রেজাউল করিম পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ। জরুরি ভিত্তিতে তাকে বিদেশ পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। একইসঙ্গে আগামী ১৭ জানুয়ারি রাজবাড়ীতে বিএনপির সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।