গরুর হাটে টেইলার্সের দোকানে করোনা টিকার বুথ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

অস্বাস্থ্যকর পরিবেশে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। ছবি-সমকাল
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২ | ০৭:০২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ | ০৭:০২
কুড়িগ্রামের রৌমারীতে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার জন্য গরুর হাটে টেইলার্সের দোকানে বুথ স্থাপন করে কার্যক্রম শুরু হয়েছে।ফলে দোকানের সামনে অবস্থিত গরুর হাটে অস্বাস্থ্যকর পরিবেশে টিকার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়েছেন শিক্ষার্থীরা। স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকা নিতে আসলেও অস্বাস্থ্যকর পরিবেশে বুথ স্থাপন করায় শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে।
বৃহস্পতিবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে এমন দৃশ্য দেখা গেছে।
জানা যায়, বুধবার রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে বুথ স্থাপন করে টিকা কার্যক্রম শুরু হলেও বৃহস্পতিবার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে একটি টেইলার্সের দোকানে বুথ স্থাপন করে যাদুরচর উচ্চ বিদ্যালয় ও যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থীর টিকার ব্যবস্থা করা হয়।
টিকা নিতে আসা যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, হাটের মধ্যে বৃষ্টির পানি জমে আছে। গোবর আর মূত্রের গন্ধের মধ্যে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে। স্কুল থেকে আসতে বলেছে বলেই আমরা বাধ্য হয়ে এসেছি। কিন্তু এই পরিবেশ দেখে মনটা খারাপ হয়ে গেল।
জানতে চাইলে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, আমাদের এটি অনুন্নত এলাকা। কোথাও এসি রুম নেই। ওই দোকানে এসি সংযোগ ছিল বলে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই দোকানে বুথ নিয়েছি। তবে সেখানে কোনো গোবর-মূত্র ছিল না।
অস্বাস্থ্যকর পরিবেশের ছবি দেখাতে চাইলে এই প্রধান শিক্ষক বলেন, বৃষ্টি হওয়ায় সামান্য কাদা পানি জমেছিল। তবে শিক্ষার্থীরা যেখানে জায়গা শুকনো পেয়েছে সেখানে দাঁড়িয়েছে।
রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম বলেন, যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারে বুথ করা হয়েছে। ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।
গরুর হাটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বুথ স্থাপনের বিষয়ে জানতে চাইলে এই শিক্ষা কর্মকর্তা বলেন, ওই স্থান পরিষ্কার করা হয়েছে। সেখানে কোনো ময়লা থাকার কথা নয়।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, আমি আসলে ওই বুথটি দেখিনি। স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে বুথ দেওয়া হয়েছে। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভালো বলতে পারবেন।
বুথের এলাকা অস্বাস্থ্যকর হওয়ার পরও সেখানে টিকা কার্যক্রম চলবে কিনা— এমন প্রশ্নে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমি বিষয়টি খোঁজ নেব। সত্যতা পেলে সেখানে আর বুথ দেওয়া হবে না।
- বিষয় :
- করোনাভাইরাস
- টিকা
- শিক্ষার্থী
- ভোগান্তি
- রংপুর
- কুড়িগ্রাম
- রৌমারী