‘ধরে নিয়ে যাওয়ার’ পাঁচ ঘণ্টা পর দুই মাদ্রাসাছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২ | ০৭:১২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২২ | ০৭:২৬
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে রোববার দুপুরে দুই মাদ্রাসা ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার ৫ ঘণ্টা পর বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ।
ছাত্ররা হলেন, উপজেলার আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন ও আরমান আলীর ছেলে আরাফাত হোসেন। তারা আলীহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আলম হোসেন জানান, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর বিকেল ৫টার দিকে দুই মাদ্রাসা ছাত্রকে ফেরত দেওয়া হয়েছে।
এর আগে হিলির একটি মাদ্রাসার দুই ছাত্র করোনার টিকা গ্রহণ করে ঘুরতে চেকপোস্ট এলাকায় আসে। এসময় তারা সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১০নং সাব সীমানা পিলারের পাশ দিয়ে ভুল করে ভারত অংশে ঢুকে পড়লে বিএসএফ তাদের ধরে ফেলে।
পরে ছাত্রদের পরিবারের কাছে ঘটনাটি জানতে পেরে তাদের ফেরত চেয়ে ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের খবর পাঠানো হয়। পরে বিএসএফ ওই দুই ছাত্র বাংলাদেশি কিনা তা প্রমান চান। এসময় ছাত্রদের জন্মনিবন্ধন দেওয়া হলে বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান জানান।
এরপর রোববার বিকেল ৫টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১০নং সাব সীমানা পিলারের বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএসএফ ওই দুই ছাত্রকে ফেরত দিলে তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামীম বলেন, ‘এরা শিশু ছাত্র। ভুল করে চলে গেছে। আমরা সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি।’
- বিষয় :
- হিলি
- বিজিবি
- বিএসএফ
- হাকিমপুর
- পতাকা বৈঠক